| |
               

মূল পাতা আন্তর্জাতিক আইয়ুব খানের পর ফিল্ড মার্শাল হলেন পাক সেনাপ্রধান অসিম মুনির


আইয়ুব খানের পর ফিল্ড মার্শাল হলেন পাক সেনাপ্রধান অসিম মুনির


আন্তর্জাতিক ডেস্ক     21 May, 2025     07:41 AM    


পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল (সেনাবাহিনীর সর্বোচ্চ পদ) র‌্যাংক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। এটি একটি পাঁচ-তারকা সম্মানসূচক ও যুদ্ধকালীন পদ হিসেবে বিবেচিত হয়। 

মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ।

এর আগে জেনারেল আইয়ুব খান ১৯৫৯ সালে ফিল্ড মার্শাল হিসেবে পদন্নোতি পেয়েছিলেন। সেসময় সামরিক শাসন জারি ছিল পাকিস্তানে।

আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা জেরে দেশটির সঙ্গে পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর আসিম মুনিরকে এই পদোন্নতি দেওয়া হলো।

পাক সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে দ্বন্দ্বে অসাধারণ ভূমিকা রাখায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলেও পিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন পাকিস্তান শান্তি চায়। কিন্তু পাকিস্তানের সম্মান রক্ষার্থে তারা পাল্টা হামলা চালাতে কোনো দ্বিধা করবেন না।

২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অসিম মুনির। জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন তিনি। ২০২৪ সালের নভেম্বরে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অসিম মুনির।